• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

দাবা’য় মেধা শানিত করে দেশ গড়বে তরুণরা:ইঞ্জি.মেহেদী


প্রকাশিত: ১২:১২ এএম, ২৫ নভেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

 

স্পোর্টস রিপোর্টার : দাবা’র চালে মেধা শানিত করে নতুন বাংলাদেশ গড়বে তরুণরা। এই তরুণরাই দাবা খেলে নিজেদের মাদক মুক্ত রেখে দেশ গড়তে ভূমিকা রাখবে। গড়ে তুলবে ডিজিটাল বাংলাদেশ। আজ শনিবার বিকেলে ওমিকন গ্রুপ আয়োজিত ৪৪তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়শিপের
উদ্বোধনকালে ওমিকন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, তরুণদের মেধাবী হিসেবে গড়তে হলে দাবা খেলার বিকল্প নেই। কারণ দাবা খেলা মেধাবীদের খেলা।

ওমিকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওমিকন ৪৪তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়শিপের খেলা আজ ২৪ শে নভেম্বর শনিবার বিকাল হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও মোঃ মনিরুজ্জামান পলাশ এবং প্রতিযোগিতার প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ। ২৬ জন খেলোয়াড় এবারের ওমিকন জাতীয় দাবায় অংশ নিচ্ছেন।

এরা হলেনঃ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মবন, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, অনত চৌধুরী, শওকত হোসেন পল্লব, সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ জামাল উদ্দিন, নাইম হক, মোঃ শরীয়তউল্লাহ, জাবেদ আল আজাদ, তাহসিন তাজওয়ার জিয়া ও স্বাধীন সরকার।

প্রথম রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার স্মরন গ্র্যান্ড মাস্টার রিফাতকে ও তাহসিন ফিদে মাস্টার জাভেদকে, গ্র্যান্ড মাস্টার জিয়া ক্যান্ডিডেট মাস্টার সুব্রতকে, ফিদে মাস্টার আমিন ক্যান্ডিডেট মাস্টার সিয়ামকে, ফিদে মাস্টার সেখ নাসির ফিদে মাস্টার ফাহাদকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল ক্যান্ডিডেট মাস্টার চঞ্চলকে, ফিদে মাস্টার দেবরাজ ক্যান্ডিডেট মাস্টার সাইফুলকে, ফিদে মাস্টার তৈয়ব নাইমকে, ফিদে মাস্টার মাহফুজ শরীয়তকে, ফিদে মাস্টার পরাগ জাবেদ আল আজাদকে এবং স্বাধীন অনতকে পরাজিত করেন। পল্লব আন্তর্জাতিক মাস্টার মিনহাজের সাথে ড্র করেন।

এ চ্যাস্পিয়নশিপের খেলা ১০ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। কাল (রোববার) বিকাল ৩-০০ (তিন) টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।