• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বেহাল টাইগাররা!


প্রকাশিত: ৪:৫৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

 

ডেস্ক রিপোর্টার : দক্ষিণ আফ্রিকায় বেহাল টাইগাররা! অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেটের দেখা পেল rrrবাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর ভয়ংকর ব্যাটসম্যান হাসিম আমলাকে ফেরান পেসার শফিউল ইসলাম।আমলা ১৩৭ রান করে শফিউলের বলে মিরাজের হাতে ধরা পড়েন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪১১ রান।এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম দিন সংগ্রহ করে ১ উইকেটে ২৯৮ রান।অভিষিক্ত ব্যাটসম্যান অ্যাইডেন মার্ক্রাম ৯৭ রান করে রানআউট হলে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন হয়। ১৯৬ রানের জুটি গড়েন এলগার ও মার্ক্রাম।

এরপর আমলাকে সঙ্গে নিয়ে এলগার ২১৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই জুটি ভাঙেন শফিউল।
এলগার ১৭২ এবং বাভুমা ০ রানে অপরাজিত আছেন।