• সোমবার , ১৩ জানুয়ারী ২০২৫

দক্ষিণের মেয়র প্রার্থী হাজী আব্দুর রহমানকে এবার ঢাকার খেটে খাওয়া শ্রমিকদের সমর্থন


প্রকাশিত: ৯:৫৪ পিএম, ২১ এপ্রিল ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

স্টাফ রিপোর্টার.ঢাকা: ঢাকা মহানগরীর খেটে খাওয়া শ্রমিকরা এবার সমর্থন দিলেন সম্মিলিত নগর উন্নয়ন আন্দোলন সমর্থিত ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানকে। ঢাকা মহানগরীর শ্রমিকরা ইসলামী শ্রমিক আন্দোলন এর ব্যানারে মঙ্গলবার বিকেলে সমবেত হন জাতীয় প্রেসক্লাবে। haji r-1

পরে তাঁরা ইসলামি শ্রমিক আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে সম্মিলিত নগর উন্নয়ন সমর্থিত ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

haji.r-2হাজী আব্দুর রহমানকে সমর্থনকারী শ্রমিকদের পক্ষে ইসলামি শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগরীর সভাপতি মওলানা ফখরুল ইসলাম এসময়  বক্তব্য রাখেন। তিনি বলেন, আল্লাহ ভীরু মেয়র ছাড়া ঢাকা মহানগরীর দুর্নীতি, স্বজনপ্রীতি, জালিয়াতি, নাগরিক দূর্ভোগ বন্ধ হবে না।

haji-r.-3ইতিপূর্বে একাধিক মেয়র ডিসিসির দায়িত্ব গ্রহণ করেও কেউ নগরীর সমস্যা দূর করতে পারেননি।আর সে কারণে আলাহভীরু মেয়র প্রার্থী হাজী আব্দুর রহমানকে নির্বাচিত করতে হবে।