• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

থার্টিফাস্টে-ইমরান সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রীর মেয়ের বিয়ে


প্রকাশিত: ১১:৫৬ এএম, ৩১ ডিসেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩২৭ বার

স্টাফ রিপোর্টার  :  এ বছরই বিয়ে করছেন। ঘোষণা দিয়েছিলেন বছরের শুরুতে। গণজাগরণ মঞ্চের imram-nandita-www-jatirkhantha-com-bdমুখপাত্র ইমরান এইচ সরকার সেই শুভ কাজটি সারছেন বছরের শেষদিন। পাত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় ঘরোয়াভাবে তাদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে। ইমরান বলেন, ‘পারিবারিকভাবেই সব হচ্ছে। ঢাকায় কনের বাড়িতে কাল (শনিবার) বিয়ে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত। বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।

৩৩ বছর বয়সী ইমরান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা দেশে আলোচিত মুখ। আর সিলেটের মেয়ে নন্দিতার এসএসসি ১৯৯৭ সালে।

ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত হন রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেয়া ইমরান। মেডিকেল কলেজের ছাত্র থাকাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত ছিলেন ইমরান।