• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ত্রিদেশীয় সিরিজ কাল-আয়ারল্যান্ডের মুখোমুখি টাইগাররা


প্রকাশিত: ৪:৫৮ পিএম, ১১ মে ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

trideshio sirej-www.jatirkhantha.com.bd

স্পোর্টস ডেস্ক রিপোর্টার : আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।সিরিজের সবগুলো ম্যাচ হবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়।

খেলাগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।সিরিজের প্রতিটি দলই একই প্রতিপক্ষের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। দলগুলো ৪টি করে ম্যাচ খেলবে। এতে কোনো ফাইনাল খেলা হবে না। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ মে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।এই সিরিজ থেকেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্রটা হাতের মুঠোয় নিয়ে নেয়ার আশা রয়েছে। অপর দিকে পা পিছলে খাদের কিনারায় গিয়ে পড়ার শঙ্কাও রয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকলেই নিশ্চিত ২০১৯ বিশ্বকাপ। ৯১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে সপ্তম স্থানে।ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে দুবার ও নিউজিল্যান্ডকে একবার হারাতে পারলেই ৯৪ পয়েন্ট নিয়ে লঙ্কানদের টপকে যাবে বাংলাদেশ। সিরিজের চারটি ম্যাচেই জিতলে পয়েন্ট বেড়ে হবে ৯৭।

সে ক্ষেত্রে ৮ নম্বর দল পাকিস্তানের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে যাবে মাশরাফির দল। আর ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে থাকবে।৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ব্যবধান ঘোচানোর সুযোগ নেই চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়া ক্যারিবীয়দের।

দেশটির প্রবাসী বাংলাদেশিরা ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে চাইলে cricketireland.ie ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্রতিটি টিকিটের দাম পড়বে ১০ থেকে ২০ ইউরোর মধ্যে।