• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

তুলকালাম-ট্রাম্পের স্ত্রীর নগ্ন ছবি


প্রকাশিত: ১২:৫২ এএম, ২ আগস্ট ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪১৭ বার

কূটনৈতিক রিপোর্টার   :  রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনীত ডোনাল্ড ট্রাম্পের 1স্ত্রী মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি প্রকাশ করেছে ট্যাবলয়েড ম্যাগাজিন দ্য নিউ ইয়র্ক পোস্ট। ১৯৯৫ সালে এই ছবিগুলো ফরাসি ম্যাগাজিন ম্যাক্স এর জন্য তোলা হয়েছিল।

3৪৬ বছর বয়সী সুপার মডেলকে ২০০৫ সালে বিয়ে করেন ট্রাম্প। মেলানিয়া তার তৃতীয় স্ত্রী।  স্লোভেনিয়ায় জন্ম নেয়া মার্কিন সম্ভাব্য ফার্স্ট লেডির এই ছবিগুলো তোলার সময় বয়স ছিল ২৫। ছবিগুলো তুলেছিলেন ফটোগ্রাফার অ্যালে ডে বাসভিল। তিনি বলেন, মেলানিয়া তখন দারুণ এক ব্যক্তিত্ব ছিল, সে আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছিল।
2
ফটোসেশনটি মেলানিয়া নিউ ইয়র্কে আসার পরে তোলা হয়েছিল এবং ট্রাম্পের সঙ্গে সাক্ষাত হওয়ার তিন বছর আগে। ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে বলেন, মেলানিয়া তখন সফল মডেল ছিল এবং অনেক বড় ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিল।