• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

তিন সিটি ভোট ২৮ এপ্রিল সবখানে সাজসাজ রব


প্রকাশিত: ৭:৪২ পিএম, ১৮ মার্চ ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

CEC-Kazi-Rakibuddin_54871955da521বিশেষ প্রতিবেদক.ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল। আজ বুধবার কমিশনের এক বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ তিন সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন।

কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, তিনটি সিটি করপোরেশনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাছাইবাছাই হবে ১-২ এপ্রিল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। এই তিন সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে আগামী ১০ এপ্রিল।

সিইসি বলেন, এই তিন সিটি করপোরেশনে আগাম প্রচারের জন্য প্রার্থীদের লাগানো বিলবোর্ড ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। এই সময়ের মধ্যে সরিয়ে না ফেললে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিইসি বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর সারোয়ার মোরশেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহ আলম।

ঢাকার দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেছে। সরকারের জোটসঙ্গী জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছাড়াও অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে ডিসিসি নির্বাচনের ব্যাপারে আগ্রহ নেই বিএনপির। দলের নীতিনির্ধারণী মহলে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন নিয়ে দলের ভেতরে নানা মত আছে।

ভোট সংখ্যা= উত্তর- ২৩ লাখ,দক্ষিণ-১৮ লাখ 

ভোট সংখ্যা চট্টগ্রাম সিটি =১৮ লাখ

ঢাকা সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালের ২৫ এপ্রিল।
নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী দুই ভাগে ভাগ হওয়ার পর ঢাকার উত্তর সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা হলো ২৩ লাখ ৪৯ হাজার ১১৩ জন। এই সিটি করপোরেশনের ভোটাররা মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য এক হাজার ৮৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩। এই করপোরেশনে ভোটকেন্দ্র ৮৭৩টি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ ভোটগ্রহণ করা হয়েছিল ২০১০ সালের ১৭ মার্চ। এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। এখানে ভোটকেন্দ্র ৭৫০টি।