• বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫

তিতুমীর কলেজ শিক্ষার্থী এ্যাকশনে-সারা দেশের রেল যোগাযোগ বন্ধ


প্রকাশিত: ৭:০৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭ বার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।এতে মহাখালী রেলগেটে আটকা পড়েছে দুই ট্রেন। এতেই ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে দৈনিক সত্যকথা প্রতিদিন কে।

রেলওয়ে সূত্র জানায়, শিক্ষার্থীরা লাইন অবরোধ করায় বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর শিক্ষার্থীরা আজ মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন।

আন্দোলনকারী ছাত্রনেতা আলী আহম্মেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত রেলক্রসিং থেকে আমরা নড়ব না।এদিকে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

প্রত্যক্ষর্শীরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে যায়। এ ঘটনায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, তিতুমীরের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তেজগাঁও স্টেশনে উপকূল এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস আটকে রয়েছে। আর কালনী এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যাওয়ার অপেক্ষায় আটকে আছে বলে জানান তিনি।সোমবার দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে সড়কের ওপর বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছিলেন। সোমবার রাতের মধ্যে যদি দাবির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা না হয়, কিংবা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা।