• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

‘তারেক হাসিনা হত্যাচেষ্টার মাস্টারমাইন্ড’


প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১৮ আগস্ট ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

স্টাফ রিপোর্টার :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে একুশে k-tআগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ঘটনার মাস্টারমাইন্ড। তাকে দেশে ফিরিয়ে এনে ওই মামলায় বিচারের মুখোমুখি করতে কুটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে নিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার টার্গেট নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসীদের গ্রেনেড হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তারেক রহমানের অনুপস্থিতিতে ওই মামলার বিচারকাজ এখন শেষ পর্যায়ে।
তবে ষড়যন্ত্রকারীরা এখনও বসে নেই, তারা এখনও হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।