• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

‘তারেককে ধরে এনে রায় কার্যকর করব’


প্রকাশিত: ৬:২৩ পিএম, ২২ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

 

সিলেট প্রতিনিধি : আগামীতে ক্ষমতায় এলে লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তারেককে ফিরে আনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যে একজন সাজাপ্রাপ্ত আসামি। আল্লাহ যদি দিন দেয়, ওই সাজাপ্রাপ্ত আসামিকে ধরে এনে বাংলাদেশে তার বিচারের রায় কার্যকর করব।’প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ সারা বিশ্বে যে সম্মান অর্জন করেছে, সে সম্মান নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ আজ বিদেশে গেলে সম্মান পায়। সে সম্মান নষ্ট হতে দেওয়া যাবে না।’

জনসভায় বিএনপি-জামায়াত প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এবারও নমিনেশন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি আসনে চার থেকে পাঁচ জনকে নমিনেশন দিয়েছে। এরপর টাকা নিয়ে, যে বেশি টাকা দিয়েছে, তাকে মনোনয়ন দিয়েছে। এনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাকে ধন্যবাদ জানাই। তিনি কী বলেছেন, তিনি বলেছেন, টাকা দিলে মনোনয়ন দেয়, নাহলে মনোনয়ন নাই। লন্ডনে বসে একজন এসব করছে। একে কী রাজনীতি বলে! এসব করতে দেওয়া হবে না।’

নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি। নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে সরকার গঠন করে আবারও আপানদের জন্য কাজ করতে পারি। আওয়ামী লীগ মানুষের উন্নয়নের জন্য কাজ করে।’সভায় বক্তব্যের শেষ পর্যায়ে জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে সিলেট বিভাগের চার জেলার সব আসনের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে ভোট চান শেখ হাসিনা।