• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

তামিম-সাব্বিরের তোপে কাঁপছে ভারত


প্রকাশিত: ৪:১১ পিএম, ১৫ জুন ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

ডেস্ক রিপোর্টার :   তামিম-সাব্বিরের কাউন্টার অ্যাটাক তোপে কাঁপছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে tamim-sabbir-www.jatirkhantha.com.bdভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের বিদায়ের পর কাউন্টার অ্যাটাক শুরু করেছে তামিম-সাব্বির। তামিম-সাব্বিরের মুহুমুহু বাউন্ডারিতে মেতে উঠেছে বার্মিংহামের স্টেডিয়াম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান। ক্রিজে অপরাজিত আছেন তামিম ইকবাল (৭) ও সাব্বির রহমান (১৯)। রান রেট ৭.২০।

এর আগে বার্মিংহামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচে দুই দলের একাদশই কোন পরিবর্তন আসেনি। ইনিংসের উদ্বোধন করতে নেমে অফফর্মের ধারাবাহিকতা ধরে রেখে বিদায় নিয়েছেন টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বর কুমারের অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে প্লেড অন হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান সৌম্য।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও জাস্প্রিত বুমরাহ।