• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

তামিম ঝড়ে জিতল আফ্রিদির পাখতুন্স


প্রকাশিত: ৪:০৮ পিএম, ১৬ ডিসেম্বর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

 

 

আর এইচ মানব  :  এবার তামিম ঝড়ে জিতল আফ্রিদির পাখতুন্স ! ক্রিকেটের নতুন সংস্করণ টি-১০ এর প্রথম আসরে 111বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ঝড়ো ইনিংসের কল্যাণে জয় পেয়েছে তার দল পাখতুন্স। শুক্রবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টিম শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ রানে জয় পায় শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাখতুন্স।

২৭ বলে পাঁচ চার ও চারটি দৃষ্টি নন্দন ছক্কায় অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেন তামিম ইকবাল।  আগে ব্যাট করে নির্ধারিত দশ ওভারে তামিমের অর্ধশতকে ভর করে ৬ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে পাখতুন্স। জবাব দিতে নেমে ৭ উইকেটে ৮৪ রান তুলতে সক্ষম হয় টিম শ্রীলঙ্কা।
pppp
সংক্ষিপ্ত স্কোর
পাখতুন্স : ১০ ওভারে ১১১/৬ রান (তামিম ৫৬*, ফারনান্দ্রো ২/১৫ শিহান জয়সুরিয়া ২/১৯)

টিম শ্রীলঙ্কা : ১০ ওভারে ৮৪/৭ (ডি সিলভা ৩১; দাওসন ২/৬)।
ফল : পাখতুন্স ২৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : তামিম ইকবাল (পাখতুন্স)।