• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

তামিমের ছেলের আকিকা উপচেপড়া সমর্থকদের ভিড়


প্রকাশিত: ২:৪৯ এএম, ১০ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

আসমা খন্দকার : অবশেষে চট্টগ্রামের বিখ্যাত খান পারিবারের সর্বকনিষ্ঠ সদস্যের দেখা মিললো। tamim son-www.jatirkhantha.com.bdবাংলাদেশ ক্রিকেটে তিন ফরমেটেই সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল খানের প্রথম পুত্র আরহাম খান।

গত ২৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তামিম-আয়েশার ঘর আলো করতে পৃথিবীতে আসে আরহাম। স্ত্রী ও সন্তানের পাশে থাকার জন্য এশিয়া কাপের শুরু থেকে ছিলেন না তামিম। তবে একটি ম্যাচ খেলেন তিনি। তামিমের সন্তান নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল প্রবল আগ্রহ। অবশেষে সেই আগ্রহের সমাপ্তি ঘটলো। নিজ জেলা চট্টগ্রামের একটি হোটেলে নিজ পুত্রের আনুষ্ঠানিক আকিকা সম্পন্ন করেন তামিম ইকবাল।

প্রথমবারের মতো সবাই তার পুত্রকে দেখার সুযোগ পায় সেখানে। তামিমের আত্মীয়-স্বজন ছাড়াও অনুষ্ঠানে ছিলেন স্থানীয় অনেক সাংবাদিক। আরহামের বাবা বাংলাদেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান। দাদা ফয়সাল ইকবাল ছিলেন ফুটবলার। আর আরেক দাদা আকরাম খান বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র। তিনিও ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান। এখন দেখার বিষয় আহরাম ভবিষ্যতে কী হন।