• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

তমা’র মানিক ভাইয়ের সৌজন্যে বাফুফের ইফতার


প্রকাশিত: ১২:২৯ এএম, ২৩ মে ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার


স্পোর্টস রিপোর্টার : এবার তমা কনস্টাকশনের মানিক ভাইয়ের সৌজন্যে বাফুফে বিতরন করলো ইফতার। করোনাভাইরাসে সবকিছু বন্ধ হওয়ার পর থেকেই নিয়মিত অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুরু করেছিলো দুপুরে রান্না করা খাবার বিতরণের মধ্যে দিয়ে। রমজান শুরুর পর প্রতিদিন ইফতারির প্যাকেট দিচ্ছে ফেডারেশন।

বাফুফের এই কার্যক্রমের সঙ্গে মাঝেমধ্যেই সম্পৃক্ত হচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। সাবেক-বর্তমান ফুটবলার, সংগঠক, জাতীয় দলের কোচ, নির্বাহী কমিটির কর্মকর্তারাও বাফুফের এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষের সহায়তা করছেন। তাদের একবেলা খাবার দিচ্ছেন। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ঘোষণা করেছেন, যতদিন করোনাভাইরাসে সব বন্ধ থাকবে ততদিন চলবে তাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি।

শুক্রবার এই ইফতার বিতরণ কর্মসূচি হয়েছে তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া মানিকের সৌজন্যে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন,‘শুক্রবারের ইফতার প্রদান করা হয়েছে মা. আতাউর রহমান ভূঁইয়া মানিকের সৌজন্যে। আমরা তার হয়ে শুধু ইফতারি বিতরণ করেছি।’মতিঝিলস্থ বাফুফে ভবনের সামনে বাফুফের নির্বাহী কমিটির সদস্য অমিত খান শুভ্র, বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দিয়েছেন।