• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাবি ভিসির বাসভবনে হামলায় ৪মামলা


প্রকাশিত: ৯:৫৩ পিএম, ১১ এপ্রিল ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

du-vc-www.jatirkhantha.com.bd
স্টাফ রিপোর্টার :  কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তাণ্ডবের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার রাতে শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে ওই মামলা ৪টি দায়ের করেন।এসবির পরিদর্শকের মোটর সাইকলে ভাঙচুরের ঘটনায় একটি, ঢাবি কতৃপক্ষে একটি এবং বাকী দুইটি মামলা শাহবাগ থানা পুলিশ করছে।

ঢাবি কর্তৃপক্ষের হয়ে বাদী হিসেবে মামলা করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল হাসান।ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানান, উপাচার্যের বাসায় ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ করেছে। আর পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট ৪টি মামলা হয়েছে।মামলায় কয়জনকে আসামি করা হয়েছে বা আসামির তালিকায় কাদের নাম আছে- সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।