ঢাবি’র চারুকলায় নেদারল্যান্ড রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরি
বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভেতরে অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটা কুলেনারার হাতব্যাগ চুরি হয়েছে। সোমবার বিকালে চারুকলার ভেতরে উন্মুক্ত স্থানে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় টেলিভিশনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে এক তরুণ ব্যাগটি নিয়ে সটকে পড়েছে। তবে তাকে আটক করা যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, একটি ছেলে হাতব্যাগটি নিয়েছে। কিন্তু তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আমরা তাকে চিহ্নিত করে আটক ও ব্যাগটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। জানা গেছে, কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটা কুলেনারা।
তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল। প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকাল ৫টায় রাষ্ট্রদূত নিজের আসনে হাতব্যাগটি রেখে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সময় ব্যাগটি চুরি হয়ে যায়।