• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

ঢাকা জেলা পুলিশের ভয়াবহ সামারি বানিজ্য’র কারণে-


প্রকাশিত: ৮:০৩ পিএম, ৩ জানুয়ারী ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

বিশেষ প্রতিনিধি  :  ঢাকা জেলা পুলিশের আওতাধীন সাতটি থানায় আসামি ধরার নামে পরিচালিত ppপুলিশের সিভিল টিম নিষিদ্ধ করা হয়েছে। থানাগুলো হলো— কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ধামরাই, নবাবগঞ্জ ও দোহার। সিভিল টিমের নামে সাধারণ জনগণকে হয়রানি, অর্থ আদায়, মামলায় জড়ানোর হুমকিসহ নানা অভিযোগ ও তার বেশ কিছু প্রমাণ হাতে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা পুলিশ প্রশাসন।

ঢাকা জেলা পুলিশ বলছে, সম্প্রতি সিভিল টিমের নামে থানার কতিপয় পুলিশ সদস্যের আচরণ অমানবিক পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে পুলিশ সদর দফতরে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। সেগুলোর যথাযথ তদন্তের মাধ্যমে ভয়াবহ চিত্র বেরিয়ে আসায় এ নির্দেশনা জারি করেন এসপি। তবে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) সিভিল টিম বের করতে পারবে।

ঢাকা জেলার এসপি শাহ মিজান শাফিউর রহমান বলেন, কতিপয় পুলিশ সদস্যের অপকর্মের দায়ভার পুরো বাহিনী নিতে পারে না। যাদের কারণে বাহিনীর দুর্নাম হয়, বাহিনীর মর্যাদা বিনষ্ট হয়, আমরা তাদের শনাক্ত করে জেলা থেকে বের করার উদ্যোগ নিয়েছি। কোনো থানার পুলিশ সদস্য যদি নিয়মবহির্ভূতভাবে সিভিল টিম পরিচালনা করে, তবে অবশ্যই থানার ওসিসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে।

এর আগেও পুলিশ সদর দফতর সাদা পোশাকে অভিযান না চালানোর নির্দেশনা দিয়েছিল। তা সত্ত্বেও কেন ঢাকা জেলা পুলিশকে এমন সিদ্ধান্ত নিতে হলো— এমন প্রশ্নে উত্তরে এসপি বলেন, এবার জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। অভিযোগ প্রমাণ হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।