• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

ঢাকা ওয়াসা দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা পানি সরবরাহকারীর স্বীকৃতি


প্রকাশিত: ১:৪৬ এএম, ২০ মার্চ ২৩ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা ওয়াসা সেরা পানি সরবরাহকারীর স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাকসিম এ খান। তাকসিম বলেছেন, ‘ঢাকা ওয়াসা পানি সরবরাহ ব্যবস্থাপনায় বেশ উন্নতি করেছে, যা সংস্থাকে দক্ষিণ এশিয়ার মধ্যে “বেস্ট ওয়াটার ইউটিলিটি” হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। আজকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তি সেই উন্নতির অন্যতম মাইলফলক।’

আজ রোববার রাজধানীর ঢাকা ওয়াসা ভবনের ৪র্থ তলার বুড়িগঙ্গা হলে ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সেলেন্স হ্যান্ডওভার’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা ওয়াসা ও ড্রিংক ওয়েল।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ওয়াসা–ড্রিংক ওয়েলের মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীসহ সবার জন্য এটিএম বুথের মাধ্যমে স্বল্প মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। এটা প্রশংসনীয় উদ্যোগ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহীম, ড্রিংক ওয়েলের সিইও মিনহাজ চৌধুরী, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহিদউদ্দিন, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী ও ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নিশাত মজুমদার প্রমুখ।