• রোববার , ১২ জানুয়ারী ২০২৫

ডেমরায় লন্ডন এক্সপ্রেসের ১৪ ভলভো বাস পুড়ে ছাই


প্রকাশিত: ১১:৩৬ পিএম, ১ এপ্রিল ২৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে রহস্যজনক আগুন লেগে ১৪ টি বিলাসবহুল ভলভো বাস পুড়ে ছাই হয়ে গেছে।বাসগুলো ‘লন্ডন এক্সপ্রেস’ নামের একটি পরিবহন সংস্থার। বাসগুলো ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচল করত।

জানা গেছে, রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় লন্ডন এক্সপ্রেসের নিজস্ব গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন কিভাবে লাগল তা কেউ বলতে পারছে না।প্রত্যক্ষদর্শীরা দৈনিক সত্যকথা প্রতিদিন প্রতিনিধি কে জানান, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে কোনাপাড়ার ধার্মিকপাড়ার ওই গ্যারেজে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্ঠায় আগুন নেভায় । ফায়ার কর্মীরা জানিয়েছে, গ্যারেজে থাকা ১৪টি বাসে আগুন লাগলে তা মূহুর্তেই লেলিহান শিখার ন্যায় জলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, ছয় বছর আগে জার্মান ব্র্যান্ড ‘ম্যান’ এর বিলাসবহুল বাস দিয়ে ঢাকা-সিলেট রুটে যাত্রা করে লন্ডন এক্সপ্রেস। বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও সেবা দিয়ে আসছে পরিবহনটি।