• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ডিসমিসাল মাষ্ঠার বাউচার যোগ দিচ্ছেন কেকেআরে-


প্রকাশিত: ৫:৪৯ পিএম, ৫ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

স্পোর্টস রিপোর্টার   :   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেSouth Africa Netsক উইকেটরক্ষক মার্ক বাউচার। সেখানে তার দায়িত্ব থাকবে উইকেটরক্ষক পরামর্শক হিসেবে।

তার দলে রয়েছন এক সময়ের সতীর্থ জ্যাক ক্যালিস। ক্যালিস বর্তমানে কলকাতার প্রধান কোচ হিসেবে কাজ করছেন। এছাড়া পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার সিমন ক্যাটিচকেও কোচিং স্টাফে পাচ্ছেন বাউচার।

বাউচার মূলত কলকাতার উইকেটরক্ষক রবিন উথাপ্পাকে নিয়েই কাজ করবেন। এছাড়া দলে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে রয়েছেন শেলডন জ্যাকসন। কলকাতার একাদশে সুযোগ নিয়ে এখনও মাঠে নামা হয়নি জ্যাকসনের।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো উইকেটরক্ষক ক্যারিয়ারে ৯৯৮ টি ডিসমিসাল করেন বাউচার। টেস্টে ৫৫৫টি ডিসমিসালের মালিক তিনি।