• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

ডিবি কর্তা করোনাক্রান্তে আতংক


প্রকাশিত: ১০:২৮ পিএম, ১১ এপ্রিল ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার


বিশেষ প্রতিনিধি : এবার ঢাকা মহানগর ডিবি’র এক কর্তার করোনাক্রান্তে আতংক ছড়িয়ে পড়েছে পুলিশে। জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি’র এক কর্মকর্তা ও তার গাড়ির চালক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ডিডিবর ওই টিমের অন্তত ২০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।ডিবি সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত পুলিশের এই দুই সদস্য ডিবি উত্তর বিভাগের একটি অঞ্চলে কর্মরত রয়েছেন। এদের একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদমর্যাদার। অন্যজন কনস্টেবল, তার গাড়ির চালক।

ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাতিরকন্ঠ কে বলেন, গত বৃহস্পতিবার এই দুই পুলিশ সদস্যের করোনা আক্রান্তের বিষয়টি আজ শনিবার জানাজানি হলে পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন কর্মকর্তা অফিসে এসেও বাসায় ফেরত যান।ডিবির যুগ্ম কমিশনার মাহবুবুল আলম বলেন, দুজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। একই টিমের সদস্য হওয়ায় ওই টিমের অন্তত ২০জন সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকি সব বিভাগের সব টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে।