• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ডিপিডিসিএলে ব্রাদার্স ইউনিয়ন জয়ের ধারায় ফিরবে:ইঞ্জিনিয়ার মেহেদী হাসান


প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

 

বিসিবি পরিচালক নাইমুর রহমান দূর্জয় এমপির সঙ্গে প্লেয়ার্স ড্রাফ্টস অনুষ্টানে ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির সিইও অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ও চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ এলিট

স্পোর্টস রিপোর্টার : আগামী ২৫ ফেব্রুয়ারি আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিডিসিএলে ব্রাদার্স ইউনিয়ন জয়ের ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির সেক্রেটারী ও সিইও অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, এবার আমরা বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার যেমন জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলী, ফজলে মাহমুদ রাব্বী ও মো. শরিফুল্লাহর মতো খেলোয়াড়কে দলে নিয়েছি। যারা দলের প্রয়োজনে বিশেষ মূহুর্তে ভালো খেলতে সক্ষম। তাই আমরা আশাবাদী এবারের ডিপিডিসিএলে ব্রাদার্স ইউনিয়ন ভাল করবে।

হোটেল সোনারগাঁওয়ে প্লেয়ার্স ড্রাফটসে (২০১৮-২০১৯) ডান থেকে সিএমও সজিব রশিদ, ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির সেক্রেটারী ও সিইও, অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ এলিট, ভাইস চেয়ারম্যান ও অমিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ উল আলমসহ ক্লাবের উর্ধ্বতণ কর্মকর্তাবৃন্দ

ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান অমিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ উল আলম জানান, ভালো খেলোয়াড় তুলে আনাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্যেই আমরা ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করছি। প্লেয়ার্স ড্রাফটসে (২০১৮-২০১৯) আমরা উদিয়মান পরিশ্রমী খেলোয়াড়দের দলে নিতে সক্ষম হয়েছি। যারা ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেটকে জয়ের ধারায় ফেরাতে সক্ষম হবে। প্লেয়ার্স ড্রাফটসে ব্রাদার্সের সঙ্গে আরও ছিলেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ এলিট, এবং সিএমও সজিব রশিদ প্রমুখ।

প্লেয়ার্স ড্রাফটসে (২০১৮-২০১৯) এর বিশেষ মূহুর্তে ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির সেক্রেটারী ও সিইও, অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান

হোটেল সোনারগাঁওয়ে গতকাল সোমবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লীগের‘প্লেয়ার্স ড্রাফটস’এ ৭ আইকন ক্রিকেটারসহ ৯ ক্যাটাগরিতে ১৮৮ জন ক্রিকেটারের মধ্য থেকে দলগুলো বেছে নিয়েছে তাদের কাঙ্ক্ষিত ক্রিকেটারদের। এবার লীগে অংশ নিচ্ছে মোট ১২টি দল। লটারির মাধ্যমে প্লেয়ার বাই চয়েসে একে একে ১৩টি রাউন্ডের মাধ্যমে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ হয়।

এবার ব্রাদার্স ইউনিয়ন এ খেলেছেন জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলী, ফজলে মাহমুদ রাব্বী, শরীফউল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক ও হাবিবুর রহমান জনি।