• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ডিনার ফেলে ৪ মন্ত্রী চলে গেলেন ড. ইউনূসের নাম শুনে


প্রকাশিত: ৩:৫২ পিএম, ৬ ফেব্রুয়ারি ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

dr unus-www.jatirkhantha.com.bdসাইফুল বারি মাসুম  :   নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম শোনে ডিনার ফেলে হল ত্যাগ করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চার প্রভাবশালী মন্ত্রী ও দুই উপদেষ্টা।

শুক্রবার রাত ৮টায় রাজধানীর কুড়িল বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ডিনারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।

অনুষ্ঠানস্থল থেকে যে চার মন্ত্রী বেরিয়ে গেছেন তারা হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এছাড়া আরো যারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী-এমপিদের অনুষ্ঠানস্থল ত্যাগের পর উপস্থিত আরো কয়েকজন আওয়ামী লীগ নেতাও চলে যান বলে জানা গেছে।
ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিত থাকার খবর আগে থেকে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা জানতেন না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।