• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

ডিএমপি কমিশনার হলেন হাবিবুর রহমান


প্রকাশিত: ১২:২০ এএম, ২১ সেপ্টেম্বর ২৩ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

বিশেষ প্রতিনিধি :  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান।বুধবার তাকে এ পদে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। তার আগেই হাবিবুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এর আগে তিনি ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।১৯৬৭ সালে গোপালগঞ্জে জন্ম নেয়া হাবিবুর রহমান পুলিশের নানা সংস্কার কাজের কাজে অংশ নিয়েছেন।