• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ডিএমপি’র ওয়ারী’র ডিসি বরখাস্ত


প্রকাশিত: ৭:৫৬ পিএম, ২৬ আগস্ট ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮১ বার

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’এর বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ বিষয়ে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

ওই আদেশে বলা হয়, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খানকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে প্রতীয়মান হওয়ায় এতদ্বারা চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’ওই আদেশে আরও বলা হয়, ‘সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।’