• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ডিএনসিসি নয়া মেয়রের ১০ পরিকল্পনা


প্রকাশিত: ৩:৪৪ পিএম, ২ মার্চ ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

 

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘নগরীকে সুন্দর ও আলোকিত করার অনেক পরিকল্পনা আমার আছে। মেয়র হিসেবে আগামী এক বছর আমার লক্ষ্যগুলো তিনটি ভাগে ভাগ করেছি। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি।মেয়র নির্বাচিত হওয়ার পর শনিবার দুপুর ১২টার দিকে উত্তরার ৪ নং সেক্টরের ৯ নম্বর সড়কে বাংলাদেশ ক্লাবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী এক বছরের জন্য তার কাজের পরিকল্পনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আলোকিত ঢাকায় পরিণত করা
২. পরিবেশ দূষণ রোধ করা
৩. প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপসকে সক্রিয় করা
৪. সব ধরনের কর ও লেনদেনকে ডিজিটাইজড ও অটোমেশন করা
৫. বৃক্ষরোপণ, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ
৬. মহল্লায় মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ তৈরি
৭. ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া
৮. সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা
৯. নতুন অন্তর্ভুক্ত এলাকায় উন্নয়ন পরিকল্পনা
১০. প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ।

ভবিষ্যত কাজের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে আমি কাজ শুরু করবো বলেছি। কাজগুলো একবার শুরু হলে তা শেষ হবেই। ঢাকা উত্তরকে সুন্দর, সবুজ ও আধুনিক করতে যা যা করা প্রয়োজন আমি সে কাজগুলো করবো।’এক বছরের মধ্যে কাজগুলো করা সম্ভব কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি নগর সেবক হিসেবে থাকতে চাই। নগরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সুন্দর ও সবুজ একটি ঢাকা নগরী গড়তে চাই।’