• শনিবার , ৪ জানুয়ারী ২০২৫

ডাকাত রানী সেক্সি মেডেল হওয়ার নেপথ্যে-


প্রকাশিত: ৭:০৮ পিএম, ২০ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৪০ বার

11স্টাফ রিপোর্টার   :  কানাডিয়ান পুলিশের রেড লিস্টে থাকা ডাকাত দলের সর্দার স্টেফানি বিউডন এখন বিশ্বের সেক্সিয়েস্ট ক্রিমিনাল মডেল। ২২ বছর বয়সী এই ডাকাত রানির হট এবং সেক্সি লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

স্টেফানি তাঁর ক্যারিয়ার শুরু 2করেছিলেন একজন নার্স হিসাবে। সেই সময় তিনি পার্ট টাইম মডেলিংও করতেন। কিন্তু কোনও এক কারণ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নার্সের পেশা ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক।

অতীতে এই মডেল বন্দুক হাতে ডাকাতি করতেন তা বিশ্বাস করার মতো না হলেও সত্যি। ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি সবই করেছেন। জেলেও গিয়েছেন বহু বার।

কিন্তু সেই ডাকাত রানি যে মডেল হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেবেন কেউ ভাবতে পারেননি। মডেলিংয়ে এখন তাঁর প্রচুর চাহিদা। মডেলিংয়ের জন্য ইতিমধ্যেই ৪১ হাজার ইউরো চুক্তি করে ফেলেছেন তিনি।