• বুধবার , ১ জানুয়ারী ২০২৫

ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ীসহ নিহত ৩


প্রকাশিত: ১:০৮ পিএম, ২২ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

 

মোস্তফা কামাল প্রধান. গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাক ও 1পিকআপের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের মধ্যে একজন পিকআপ চালক এবং দুইজন মাছ ও তরকারি ব্যবসায়ী। তাদের ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, সকালে মাছ ও তরকারিবোঝাই একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক এবং মাছ ও তরকারি ব্যবসায়ীসহ তিনজন নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যবসায়ী।পরে পুলিশ আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। লাশ মাওনা হাইওয়ে থানায় নেয়া হয়েছে। হতাহতদের কারো পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।