• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

টেস্টের রং বদলাবে বুধবার-নাসির


প্রকাশিত: ১১:৪২ পিএম, ৫ সেপ্টেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

স্পোর্টস রিপোর্টার :  টেস্টের রং বদলে যেতে পারে যেকোনো সময়। নাসির বলেন, সেই সময়টা বুধবার আসবে দ্রুতই। বাংলাদেশ Nasir Hossain.www.jatirkhantha.com.bdদলের প্রতিনিধি হয়ে আজ মঙ্গলবার  সংবাদ সম্মেলনে নাসির এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, দিনটা অবশ্য বাংলাদেশেরও হতে পারত। সেটি হয়নি দুটি দারুণ সুযোগ হাতছাড়া হওয়ায়।

৩৯তম ওভারে তাইজুল ইসলামের বলে শর্ট লেগে মুমিনুল হকে ফেলে দেওয়া ক্যাচ আর ৫৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের নিচু হয়ে আসা বলে মুশফিকুর রহিমের স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া —দুবার কুড়িয়ে পাওয়া সুযোগে ডেভিড ওয়ার্নার দিন শেষে অপরাজিত ৮৮ রানে।

দুটি ভুলকে অবশ্য বড় করে দেখতে চাইলেন না নাসির, ‘ধরলে তো অবশ্যই অন্যরকম হতে পারত। যদি দেখেন, ক্যাচটা কিন্তু ছিল ৫০-৫০। ক্যাচও বলতে পারবেন না। অনেক কঠিন। আর স্টাম্পিংয়ের কথা বলব, বলটা একেবারে নিচু হয়ে এসেছে। মনে হয় না এটা ফুল চান্স, ৫০-৫০ ছিল। যদি করতে পারত ভালো হতো।’

Nasir Hossain.www.jatirkhantha.com.bd.1ক্যাচ-স্টাম্পিংয়ের চেয়ে নাসিরকে পোড়াচ্ছে নিজেদের ব্যাটিং। প্রথম দিনে ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ আজ অলআউট ৩০৫ রানে। চট্টগ্রামের উইকেটে অন্তত ১৫০ রানের ঘাটতি দেখছেন নাসির, ‘ব্যক্তিগতভাবে মনে করি এই উইকেটে আমরা ১০০-১৫০ রান কম করেছি। অন্তত ৪০০-৪৫০ রান করা উচিত ছিল আমাদের।’

প্রথম ইনিংসে বাংলাদেশ এখনো ৮০ রানে এগিয়ে থাকলেও নাসির স্বীকার করলেন, দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার চেয়ে তাঁরা ঢের পিছিয়ে, ‘এটা সত্যি আমরা একটু ব্যাকফুটে আছি। টেস্ট ক্রিকেটে এক-দেড় ঘণ্টায় খেলার অনেক কিছু বদলে যায়। আমরা সেই আশায় আছি। মনে হয় না আজ বোলাররা খারাপ বোলিং করেছে। ওয়ার্নার খুব ধীরে খেলেছে। তার মানে আমরা খারাপ বোলিং করিনি। উইকেটই শুধু পড়েনি।’