• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

টেংরামাছ ধরিয়ে দিলো ভেজাল দুধ!


প্রকাশিত: ৬:৪৮ পিএম, ৬ অক্টোবর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৮১ বার

 

 

টেংরামাছ ধরিয়ে দিলো ভেজাল দুধ! ইনসেটে ভেজাল দুধ বিক্রেতা মোত্তালেব ও ট্যাংরামাছ

সিরাজগঞ্জ প্রতিনিধি : জিবন্ত টেংরা মাছ ধরিয়ে দিলো ভেজাল দুধ।এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। ভ্রাম্যমার আদালত ভেজাল দুধ সনাক্ত করতে গেলে দুধের ভিতর থেকে জিবন্ত টেংরা মাছ নড়ে ওঠে। অতঃপর সন্দেহ জোরালো হলে দুধ পরীক্ষা করা হয়।এতে প্রতিমণ দুধে আট কেজি করে নদীর পানি মেশানোর তত্য মিলে। এসময় সময় একজনকে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে জীবন্ত টেংরা মাছটি নদীতে ছেড়ে দেয়া হয়।। শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা নদীর ঘাটে ভেজাল বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

দুধে ভেজাল দেওয়ার খবরে উপজেলার দহকুলা নদী ঘাটে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে নৌকার উপর ৪০ কেজি দুধের পাত্রে প্রায় ৮ কেজি করে নদীর পানি মেশাচ্ছিলেন রায়গঞ্জের ঘুড়কা বেলতলার দুধ ব্যবসায়ী আব্দুল মোত্তালেব। ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জান জাতিরকন্ঠকে জানান, দুধে ভেজাল মেশানোর খবর পেয়ে সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে দুধে নদীর পানি মেশানো অবস্থায় আটক করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ভেজাল দুধ ধ্বংস করার সময় তার ভেতর জীবন্ত টেংরা মাছ পাওয়া গেছে।ওই দুধ ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। ব্যবসার মূল মালিককে গ্রেপ্তার করা যায়নি।