টাঙ্গাইল পোড়াবাড়ী চমচম ঘর ও বিক্রমপুর সুইটসকে জরিমানা
স্টাফ রিপোর্টার : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে পরিবেশন করায় ‘বিক্রমপুর সুইটস’ ও ‘টাঙ্গাইল পোড়াবাড়ী চমচম ঘর’কে জরিমানা করা হয়েছে। আজ রোববার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
এপিবিএন ৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিবিএন ৫-এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও উপপরিচালক (উপসচিব) মো. আবদুল মজিদ এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন ৫-এর অপারেশনস অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় খিলক্ষেতের নিকুঞ্জে ‘বিক্রমপুর সুইটসে’র ব্যবস্থাপক অনীল ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ‘টাঙ্গাইল পোড়াবাড়ী চমচম ঘরে’র ব্যবস্থাপক লিটন রায়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় ‘খানাপিনা স্বাদের বাংলা খাবার রেস্টুরেন্ট’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে পরিবেশন করায় এর ব্যবস্থাপক নুর মোহাম্মদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ খাবার, পণ্য ও ওষুধ বিক্রির জন্য মজুদ রাখায় ‘আনোয়ার জেনারেল স্টোর’-এর ব্যবস্থাপক আবদুল মান্নানকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ‘সাফ ফার্মা’র ব্যবস্থাপক সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গুলশান থানার শ্যুটিং ক্লাবের সামনে তল্লাশির সময় ১৩৩ ক্যান বিয়ারসহ ফারুক হোসেন (৩২) এবং আনোয়ার হোসেন (২২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আসামিদের গুলশান থানায় হস্তান্তর করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।