• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

টাকার বিনিময়ে রাজন খুনের মামলা ধামাচাপার চেষ্টা


প্রকাশিত: ৩:১১ এএম, ১৫ জুলাই ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৭ বার

afsan-www.jatirkhantha.com.bdজাতিরকন্ঠ নিউজ ডেস্ক:  রাজন হত্যাকান্ড প্রসঙ্গে শিক্ষক ও সাংবাদিক আফসান চৌধুরী বলেন, আমাদের সমাজব্যবস্থা অনেক নিষ্ঠুর ও বর্বর। বিপুল অঙ্কের টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করা এবং বিদেশে পাড়ি জমানোর মত ঘটনাও ঘটেছে।

সবাই দেখেছে স্বাধীনতার পর যে সব হত্যাকান্ড হয়েছে, সেগুলো মানুষের রাগ বা ক্ষোভ যে কোন কারণেই হতে পারে। মানুষের গায়ে আগুন দিয়ে পোড়ানোর মত ঘটনাও ঘটেছে।

তিনি আরো বলেন, বাঙ্গালি নরম বা কোমল মনের নয়, খুবই নিষ্ঠুর ও নির্মম মনের জাতি। আমাদের ব্যক্তি ভাবনা নির্মাণে একটা নিজস্ব ধারনা হয়ে গেছে যে, আমরা নরম বা কোমল মনের, কিন্তু বস্তুত আমরা সেটা নই।চ্যানেল আই-এ অনুষ্ঠিত ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে আফসান চৌধুরী এ কথা বলেছেন।

আফসান চৌধুরী আরো বলেন, একটা শিশুকে মেরে সেটা ভিডিও করা, এটা যে কতটা নির্মম তা উপলব্ধির বিষয়। এ ধরনের বর্বরতা শুধু মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেটের দ্বারাই করা সম্ভব বলে জানতাম, কিন্তু সিলেটের এই নরপিশাচেরা তাদেরকেও ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, বিপুল অঙ্কের টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করা এবং বিদেশে পাড়ি জমানোর মত ঘটনাও ঘটেছে। আমাদের আইনী ব্যবস্থাই বা কেমন। টাকার বিনিময়ে খুনের অপরাধ থেকেও রেহাই পাওয়া সম্ভব। এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা কতটা নির্মম ও নিষ্ঠুর মনের মানুষ এবং আমাদের দেশের আইন শৃঙ্খলার কোন নিয়মনীতি নেই। বিচারহীনতা কতটা গভীরভাবে প্রতিষ্ঠিত তা এ ঘটনা থেকে বোঝা যায়।