• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

জ্যোতিষী বিড়াল আর্জেন্টিনা’র বিপক্ষে


প্রকাশিত: ৬:১৫ পিএম, ২৬ জুন ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

স্পোর্টস রিপোর্টার :  রাশিয়া বিশ্বকাপ নিয়ে পুরো বিশ্ব জুড়েই চলছে ব্যাপক মাতামাতি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা arjentina-cat-www.jatirkhantha.com.bdএখন খাদের কিনারে। এ নিয়ে ভক্তদের চিন্তার শেষ নেই। ইতিমধ্যে কিছুদেশ নিজদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ফেভারিট আর্জেন্টিনা রয়েছে এখনো পেছনের সারিতে। ড্র আর হারের মধ্য দিয়ে তারা আজ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে নাইজেরিয়ার।

আর এরইমধ্যে বিশ্বকাপের জ্যোতিষী অ্যাকিলিস মেসিদের জন্য নিয়ে এলো সবচেয়ে বড় দু:সংবাদ। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার ম্যাচে মুসাদেরই এগিয়ে রাখছে এই রুশ বিড়াল। জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস মনে করছে, গ্রুপ ডি`র ফাইনাল ম্যাচে মেসিদের বিরুদ্ধে নাইজেরিয়াই শেষ হাসি হাসবে।

অ্যাকিলিস রাশিয়ার রণভূমিতে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচে আফ্রিকান জায়েন্টদেরই চ্যাম্পিয়ন বেছে নিয়েছে। নাইজেরিয়া ও আর্জেন্টিনা পতাকা দেওয়া দু`টি বোলের মধ্যে খাবার রেখে তার সামনে অ্যাকিলিসকে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নাইজেরিয়ার বোলটি থেকে খাবার বেছে নিয়ে মুসাদের দলকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে জানিয়েছে ঐ বিড়াল।

এর আগে ২০১০ সালের বিশ্বকাপের জ্যোতিষী ছিল অক্টোপাস পল। ব্রাজিল বিশ্বকাপে সেবার একের পর এক ম্যাচে বিজয়ীদের নাম মিলিয়ে দিয়ে মেসি-নেইমার-মুলারদের জয়প্রিয়তায় ভাগ বসিয়েছিল এই জ্যোতিষী। সেই পল এখন আর না থাকলেও রাশিয়া বিশ্বকাপে পলের অভাব ঢেকে দিচ্ছে উত্তরসূরি চার পেয়ে অ্যাকিলিস। আদতে অ্যাকিলিস একটি সাদা পুরুষ বিড়াল। এটি রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ যাদুঘরের পোষা।