• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

জ্ঞান-পাপী মরগান কে টেলিগ্রাফে জনমত ধোলাই


প্রকাশিত: ৭:৪৯ পিএম, ৩ অক্টোবর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮৫ বার

morganwww-jatirkhantha-com-bd  দ্য টেলিগ্রাফ অবলম্বনে আসমা খন্দকার  : ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফের জনমত জরিপে এবার ধোলাই খেল বাংলাদেশে খেলতে না আসা মরগান। জরিপে বলা হয়েছে, জ্ঞান-পাপী মরগানের না আসা সমর্থন করেন না বেশির ভাগ মানুষ।ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন জনমত জরিপে ৬০ শতাংশ মানুষই এউইন মরগানের বাংলাদেশে না আসাmorgan-4-www-jatirkhantha-com-bdর ব্যাপারটি সমর্থন করেন না। তাঁরা মনে করেন, অধিনায়ক হিসেবে তাঁর বাংলাদেশে যাওয়া উচিত ছিল।

নিরাপত্তার শঙ্কাকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড ক্রিকেট দল এই মুহূর্তে বাংলাদেশে।

গত শুক্রবার রাতে বাংলাদেশে পা রাখার পর থেকেই সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা-ব্যবস্থাপনার অধীনে তাঁরা। মরগানের বদলে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া জস বাটলার এরই মধ্যে সংবাদ সম্মেলনে নিরাপত্তার বিষয়ে ইতিবাচক কথাইmorgan-www-jatirkhantha-com-bd বলেছেন, ‘একবার খেলা শুরু হলে এসব বিষয় চলে যাবে পেছনের পাতায়।’

মরগান বাটলারের মতো করে ব্যাপারটা ভাবেননি।

বাংলাদেশকে তাঁর মনে হয়েছে ‘অনিরাপদ’।

তবে তাঁর সঙ্গে টেলিগ্রাফের অনলাইন পাঠকেরা একমত নন।

টেলিগ্রাফের এই জনমত জরিপে এখন পর্যন্ত ভোট দিয়েছেন ১০ হাজারের বেশি পাঠক।