• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

জেসমিনের পরকীয়া প্রেমিকের জিঘাংসায় স্বামী খুন


প্রকাশিত: ১২:১৭ এএম, ২০ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

6
চট্টগ্রাম প্রতিনিধি  :  চট্টগ্রামে স্ত্রী ও তার কথিত প্রেমিকের হাতে খুন হলেন ইলেকট্রিক মিস্ত্রি স্বামী আবদুল বাতেন ওরফে খোকন (৩৪)। শনিবার ভোরে নগরীর হালিশহর থানার বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ চার সন্তানের জননী স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও তার কথিত প্রেমিক আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খোকন একজন ইলেকট্রিক মিস্ত্রি। সাবেক স্বামীর দুই সন্তানসহ জেসমিনকে বিয়ে করেন তিনি। খোকনের সংসারে জন্ম হয় আরও দুই সন্তান।

জেসমিন এরই মধ্যে আলাউদ্দিন নামে আরেক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে বাসায় ফিরে খোকন তার স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে জেসমিন ও তার কথিত প্রেমিক আলাউদ্দিন মিলে খোকনকে মারধর করে। এক পর্যায়ে বাতেনের অণ্ডকোষ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে।এ ঘটনায় খোকনের বাবা বাদী হয়ে হালিশহর থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আদালতে পাঠানো হয়েছে।