• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

জেলা পরিষদ নির্বাচন অর্থহীন-এরশাদ


প্রকাশিত: ৬:৩৪ পিএম, ২০ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

স্টাফ রিপোর্টার  :  জেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান 12এইচএম এরশাদ।রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।এরশাদ বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন করব না। কারণ, এই নির্বাচন অর্থহীন। নির্বাচনের ফলাফল কী হবে তা আমরা জানি।’

তবে জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী ১ জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব। আগামী ২৮ ডিসেম্বর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যানসহ পরিষদের ২০ জন সদস্যকে নির্বাচন করবেন সংশ্লিষ্ট এলাকার সিটি কর্পোরেশন (থাকলে), উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা।

বিএনপির নির্বাচন কমিশন পুনর্গঠন প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বিধিসম্মত, বাস্তবসম্মত নির্বাচন কমিশন গঠন করা হোক। যারা সংসদের বাইরে, তাদের সঙ্গে কথা বলার কোনো অধিকার নেই।তিনি বলেন, ‘বিএনপি মাত্র আট বছর ক্ষমতার বাইরে, তাতেই তারা ছিন্নভিন্ন। শুধু টেলিভিশন পর্দায় তাদের দেখা যায়, মাঠে দেখা যায় না। আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে থেকেও মাঠে আছি, জনগণের হৃদয়ে আছি।’

বিকল্পধারার সাবেক সিনিয়র সহ সভাপতি এম শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।