জেএমবি ছায়ানীড়ে রাতেই অভিযান-জঙ্গিরা গ্রেনেড ছুঁড়ছে
চট্টগ্রাম প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানা ‘ছায়ানীড়’ ভবনে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। দুই তলার এই ভবনটির এক ইউনিটে জঙ্গিরা অবস্থান করছে। এখান থেকে পুলিশকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারে তারা।
বুধবার রাত ১০টায় চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ঢাকা থেকে সোয়াতের একটি বিশেষ টিম চট্টগ্রামে আসছে। তারা এলে সুবিধামত সময়ে অভিযান চালানো হবে। তিনি আরও জানান, ওই ভবনে সাত পরিবার বাস করেন। সব কিছু বিবেচনা করে অভিযান চালানো হবে।
এদিকে ছায়ানীড় ভবনে বাস করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম উদ্দিন। ভবনের বাইরে থাকা সেলিম উদ্দিন বলেন, ‘ছায়ানীড় ভবনে আমিসহ সাত সদস্য বসবাস করছি। এখন পরিবারের ছয় সদস্য এ ভবনে আটকা পড়েছে।
পুলিশও চারিদিকে ঘিরে রেখেছে। তিনি আরও জানান, ওই ভবনে সাত পরিবার বাস করেন। অন্তত ২০ জন মানুষ সেখানে আটকা পড়েছেন। রাত ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, পুলিশ ও র্যাবের বিশেষ টিম এ ভবনটি ঘিরে রেখেছে।
এর আগে সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এর মধ্যে বুধবার বিকেল ৩টার সময় সীতাকুণ্ড পৌর সভার পশ্চিম আমিরাবাদ এলাকার সাধন কুটির নামে একটি দু’তলা ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুই জনকে আটক করে পুলিশ।
সাধন কুঠিরে অভিযান শেষে পুলিশ জানায়, এ ভবনের একটি কক্ষ থেকে সুইসাইডাল ভেস্ট (বেল্ট), ৩টি হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল, ১২টি বুলেট, এক হাজার ইলেকট্রিক সার্কিট ও বিপুল পরিমাণ ইসলামী বই উদ্ধার করা হয়েছে।