• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

জেএইচএম নিয়ে এলো বিশ্বখ্যাত টাইগার এনার্জি


প্রকাশিত: ১০:১৫ পিএম, ২৫ নভেম্বর ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩১৩ বার

জেএইচএমের কাঞ্চন কয়লা ডিপো পরিদর্শনে বিশ্বখ্যাত কয়লা রফতানিকারী টাইগার এনার্জির আঞ্চলিক প্রধান মিস সৌরাজিত চাইচান ওয়াট্টানাকূল সঙ্গে উইলি কুরনিওয়ান, নূথাপং পুওয়াংমানি, জেএইচএম চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গির আলম, ডিএমডি মেহেদী হাসান বিপ্লব প্রমুখ

 

বিশেষ প্রতিনিধি : দেশের খ্যাতনামা কয়লা আমদানিকারক জেএইচএম ইন্টারন্যাশনালের হাত ধরে বাংলাদেশে এলো বিশ্বখ্যাত কয়লা রফতানিকারী প্রতিষ্ঠান ‘টাইগার এনার্জি’। খুব শিগগির বিশ্বখ্যাত এই জ্বালানি সংস্থাটি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় কয়লা রফতানি করবে জেএইচএমের মাধ্যমে। এলক্ষ্যে টাইগার এনার্জি’র এর আঞ্চলিক প্রধান মিস সৌরাজিত চাইচান ওয়াট্টানাকূল ৩ সদস্য’র প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করছেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হচ্ছেন উইলি কুরনিওয়ান ও নূথাপং পুওয়াংমানি।

বাংলাদেশ অঞ্চলে উচ্চ ক্ষমতা সম্পন্ন কয়লা সরবরাহের লক্ষ্যে আজ সকালে মিস সৌরাজিত জেএইচএমের কাঞ্চন কয়লা ডিপো ও বিকেলে গাবতলী আমিনবাজার ডিপো পরিদর্শন করেন। এসময় তিনি বাংলাদেশে কয়লা ব্যবহারকারী সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের ইন্দোনেশিয়ার উচ্চমানের কয়লার গুণগতমান বর্ননা করেন এবং কয়লা শক্তি পরীক্ষার পদ্ধতিও বলে দেন।

বিশ্বখ্যাত টাইগার এনার্জির আঞ্চলিক প্রধান মিস সৌরাজিত চাইচান ওয়াট্টানাকূল কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জেএইচএম এর চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গির আলম, ডিএমডি মেহেদী হাসান বিপ্লব প্রমুখ

তাঁর আগমনে জেএইচএমের কাঞ্চন ও গাবতলী আমিনবাজার ডিপোতে বিপুল সংখ্যক জ্বালানি ব্যবহারকারী ব্যবসায়ী সমবেত হন। এসময় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জেএইচএম এর চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গির আলম, ডিএমডি মেহেদী হাসান বিপ্লব প্রমুখ।

জেএইচএম এর চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ব্যবসায়ীদের বলেন, আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার মানের কয়লা প্রাপ্তির সঙ্গে কোনো আপোষ করিনা। আর এজন্যই আমাদের বিশ্বস্থতায় এগিয়ে এসেছে টাইগার এনার্জি। ডিএমডি মেহেদী হাসান বিপ্লব বলেন, এবার আমরা সরাসরি খনি থেকে কয়লা নিয়ে আসছি। এর ফলে এতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্রেস এ্যানার্জি।