• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

জায়েদের জন্মদিনে এফডিসিতে গরুজবাই


প্রকাশিত: ৪:৪১ পিএম, ৩০ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

 

বিনোদন রিপোর্টার : আজ ৩০ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন । এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) উৎসবের আমেজ! এ উপলক্ষ্যে আস্ত গরু কোরবানী দেয়া হয়েছে আজ এফডিসিতে। শুধু তাই নয়, সোমবার সন্ধ্যায় এফডিসিতে নানা আয়োজনে জন্মদিন পালন করার উদ্যোগ নেয়া হয়েছে ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক জন্মদিন উপলক্ষে।

জন্মদিন পালন প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘এফডিসিতে গরু জবাই দিয়েছি। সন্ধ্যায় চার-পাঁচ’শ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। শিল্পী, পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান সবাই উপস্থিত থাকবেন। তারা সবাই আমার ভালোবাসার কাছের মানুষ। তাদের নিয়েই জন্মদিন পালন করবো। এই দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সদস্য সাইমন সাদিককে। তারাই সবকিছুর আয়োজন করেছেন।’

জানা গেছে, আজকের দিন উপলক্ষ্যে অনেকেই শুটিং বাতিল করেছেন। নায়ক জায়েদ খান আরও বলেন, ‘এবারে আমার জন্মদিনটা একটু আলাদাভাবে পালন করছি। শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর এবার বড় আয়োজনে জন্মদিন করছি। আমার জন্মদিন উপলক্ষে অনেকে তাদের শুটিং বাতিল করেছে। সন্ধ্যায় সবাই আসবে। নাচবে, গাইবে। মজা করবে। এটাই আমার কাছে বড় পাওয়া।’

জায়েদ খান বলেন, আমি মফঃস্বলের ছেলে। ঢাকা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন টিএসসির ক্যাফেটোরিয়ায় বন্ধুরা আমাকে নিয়ে কেট কাটতো। এখন যতোই আয়োজন করি না কেন, আমি আমার শৈশবকে মিস করি।