• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

জামায়াত নিষিদ্ধ করে তাদের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিন-শাহরিয়ার


প্রকাশিত: ২:২৫ পিএম, ১৪ জানুয়ারী ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

স্টাফ রিপোর্টার  :  ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সরকারের j-1jউদ্দেশে বলেছেন, দল জামায়াতকে আগে নিষিদ্ধ করুন। তারপর তাদের প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ আনুন। বিশ্বের মধ্যে জামায়াতই একমাত্র দল যারা বিপদে পড়ে বহুবার কৌশলগত খোলস পাল্টেছে।

শনিবার সকালে গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত ‘জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈj---ঠকে শাহরিয়ার কবির এসব কথা বলেন। সম্প্রতি ইসলামী ব্যাংকে সংস্কার আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটার উপর ভিত্তি করেই রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্স ইন্সটিটিউট (রাত্রি) এ বৈঠকের আয়োজন করে।

শাহরিয়ার কবির বলেন, আগে দল জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। তারপর ইসলামী ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশনসহ তাদের সব প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। তবেই তাদের আটকানো সম্ভব।

গোলটেবিল বৈঠকে আরও অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ড. হাফিজুর রহমান কার্জন, ড. জিনাত হুদা, বাংলাদশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। বৈঠকে সঞ্চালনা করছেন সংবাদভিত্তিক টিভি চ্যানেল ‘নিউজ২৪’ এর আনোয়ার সাদি।