• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘জামায়াত না ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা নয়’


প্রকাশিত: ১০:৪৩ পিএম, ৮ ডিসেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

রাজশাহী প্রতিনিধি  :  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একাত্তরে পরাজিত শক্তি জামায়াত-শিবিরের 12সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বাঙালি জাতিকে ধর্মান্ধতার মধ্যে দিয়ে নিমজ্জিত করে রাখা হয়েছিল, সেই জাতিকে ছাত্রলীগের মাধ্যমে সুসংগঠিত করার মাধ্যমে এগিয়ে নিয়েছেন বঙ্গবন্ধু। বাঙালির হাজার বছরের পরাজিত জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে নিয়ে যেতে ভূমিকা রেখেছিল ছাত্রলীগ। সেই ছাত্রলীগ মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছিল।’

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে নিরক্ষরমুক্ত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ঠ। তাই প্রধানমন্ত্রী আমাকে ও সাধারণ সম্পাদককে এ গুরু-দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা সকল ইউনিয়ন, উপজেলা, জেলায় স্বাক্ষরতা দান কাজ করবো। আগামী ২০১৭ সাল হবে নিরক্ষরমুক্ত বাংলাদেশ।’

সম্মেলনে প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ক্লাসে ও ক্যাম্পাসে জনপ্রিয় এবং মেধাবীরাই ছাত্রলীগের নেতৃত্ব আসবে।এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী ছাত্রলীগ করতে এসে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে স্বাধীনতাবিরোধী হায়েনাদের হাতে। এ সব হায়েনারাই এ ক্যাম্পাস থেকে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দিতে চেয়েছিল, তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তবে সেটা অস্ত্র দিয়ে নয়, মেধা ও আদর্শ দিয়ে। ছাত্রলীগ নেতাদের পোশাকে নয়, কথাবর্তা ও চালচলনে আকর্ষণীয় হতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘যাদের দেখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজের ভাই মনে করে, নিরাপদ মনে করে সেসব মেধাবীরাই ছাত্রলীগের নেতৃত্বে আসবে। চরিত্রহীন, চাঁদাবাজিরা নেতৃত্বে আসবে না।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কখনোও লোভ-লালসার রাজনীতি করে না। বঙ্গবন্ধু ১৯৪৮ সালে বাঙালি জাতির, বাঙালি ছাত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই পথচলায় ছাত্রলীগ কখনো থেমে থাকেনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধিকার আন্দোলনে ৭২ হাজার ছাত্রলীগ নেতা-কর্মী রক্ত দিয়ে ইতিহাস লিখে দেশকে স্বাধীন করেছে।’

বিশেষ অতিথির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘রাবি ছাত্রলীগের প্রথম ও প্রধান দায়িত্ব হলো স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্যাম্পাস ও তার আশপাশ থেকে বিতাড়িত করা। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যেও যদি তাদের প্রেতাত্মা থাকলে তাদেরকেও বিতাড়িত করতে হবে।’

সম্মেলনে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, আয়েন উদ্দিন এমপি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।