• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

জামায়াত দেশের শত্রু-অর্থমন্ত্রী


প্রকাশিত: ৬:১০ পিএম, ৫ মার্চ ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

 

mmm
স্টাফ রিপোর্টার :  জামায়াত দেশের শত্রু, তাই তাদের এ দেশে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক তিনি এ মন্তব্য করেন ।তিনি বলেন, জঙ্গি দমনে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা পৃথিবীর কোথাও নেওয়া হচ্ছে না। এখানে জঙ্গিদের ধরে ধরে দমন করা হচ্ছে। তবে জামায়াতকে নিষিদ্ধ করতে প্রবলেম আছে। সবকিছু দেখেশুনে আগাতে হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। জঙ্গিবাদ দমন হয়েছে। তবে দু-একটি ঘটনা ঘটছে, জঙ্গিরা ধরাও পড়ছে, বিচারও হচ্ছে।এ সময় তিনি সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকে নিন্দনীয় এবং ন্যক্কারজনক বলে উল্লেখ করে দ্রুত এ ঘটনার বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।