• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

‘জামায়াত জঙ্গি’দের পুনর্বাসিত করছে কামাল’


প্রকাশিত: ৪:৫৯ পিএম, ১৫ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট যুদ্ধাপরাধী, জঙ্গিগোষ্ঠী, সন্ত্রাস, দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে পুনর্বাসিত করছে।আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

ঐক্যফ্রন্টকে ভর্ৎসনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এমনকি জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তাঁদের মন্ত্রী পর্যন্ত বানিয়েছেন। আর এখন নির্বাচনকে ব্যবহার করে যুদ্ধাপরাধী, জঙ্গিগোষ্ঠী, সন্ত্রাস, দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে পুনর্বাসিত করছে ঐক্যফ্রন্ট।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ভূমিকার সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসএইয়ের পোষ্যপুত্র ড. কামাল হোসেন তাঁর আদর্শিক সহোদর বিএনপি জামায়াতের সঙ্গে মিলিত হয়ে দেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’