• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

জামালপুরে প্রবাসীর দুই মেয়েকে গলাকেটে হত্যা


প্রকাশিত: ১১:২৮ এএম, ২ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

জামালপুর প্রতিনিধি :   জামালপুরের সদর উপজেলায় দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলো- জোসনা (১৪) ও jjছোট বোন ভাবনা (০৯)। জোসনা স্থানীয় মান্না ফিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে আর ভাবনা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণিতে পড়ত। বুধবার ভোর রাতে উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুআটা গ্রামে এ ঘটনা ঘটে

তাদের বাবা শামীম হোসেন কাতার প্রবাসী বলে জানায় পুলিশ।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ওসি মোহাব্বদ কবীর জানান, রাতে খাবার খেয়ে দুই মেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে ভুম ভেঙে দুই মেয়ের গলাকাটা মৃতদেহ দেখতে পান তাদের মা। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়। তবে কী কারণে দুর্বৃত্তরা মেয়ে দুটিকে হত্যা করেছে এখনি তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।