• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

জাবালে নূরের বাস মালিক গ্রেফতার


প্রকাশিত: ২:৪১ এএম, ২ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

জাবালে নূরের সেই বাস মালিককে গ্রেফতার করেছে র‌্যাব
 স্টাফ রিপোর্টার :  রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ (যে বাস চাপা দিয়েছে) বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।বুধবার (১ আগস্ট) রাজধানী থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন
র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।তিনি বলেন, ‘জাবালে নূরের যে বাসটি শিক্ষার্থীদের চাপা দিয়েছিল, তার মালিকের নাম মো. শাহাদৎ হোসেন। আমরা তাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’