‘জাতীয় ঐক্য করে গণতন্ত্র রক্ষা করুণ-হাওর অঞ্চলের কৃষকদের বাঁচান’
গোলাম মওলা : গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি পুষিয়ে উঠতে গরিব কৃষকদের পাশে গিয়ে দাঁড়ানোরও আহবান জানান।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া একথা বলেন। এ সময় তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
খালেদা জিয়া বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কিছুই আনতে পারেননি। চুক্তি করার আগে তা নিয়ে সবার সাথে আলোচনা করলে বিএনপি সহায়তা করত বলেও মন্তব্য করতেন বেগম জিয়া।
দেশের মানুষ কষ্টে আছে মন্তব্য করে তিনি বলেন, কয়েকদিন আগের যে বৃষ্টি ও বাইরে থেকে পানি এসে আমাদের হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। সেজন্য গরিব কৃষকদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। তাদের সাহায্য করতে হবে তারা যেন এই দুযোর্গ কাটিয়ে উঠতে পারে।