জরিমানা দিলে কালো টাকা সাদা হবে-মুহিত
বিশেষ প্রতিনিধি : জরিমানা দিলে কালো টাকা সাদা হবে; এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সাদা করতে চাইলে জরিমানা দিয়েই সাদা করতে হবে। শনিবার দুপুরে সচিবালয়ে অর্থনীতি রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হবে। ভ্যাটের হারও কমানো হবে। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে চার্জ না নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তবে যাদের ভাল গাড়ী ও বাড়ী রয়েছে তাদের কর নির্ধারণ করে চিঠি পাঠানো হবে বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার আবুল মাল আব্দুল মুহিত অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বলেছেন, আগামী বাজেট হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট। সামনে জাতীয় নির্বাচন। তাই যা কিছু চাপাচাপি করা হবে এবারই করা হবে।