• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘জনপ্রিয় গ্রহণযোগ্যরা মনোনয়ন পাবে’


প্রকাশিত: ১২:১৮ এএম, ২৮ ডিসেম্বর ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৮ বার

বিশেষ প্রতিনিধি : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বেশ কিছু যোগ্যতা থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘জনপ্রিয়, গ্রহণযোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন নেতাদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আমাদের নেত্রীও চান ক্লিন ইমেজের প্রার্থী।’ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে দুই সিটির মেয়র ও ১৭২ জন কাউন্সিলরকে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত, তাদের কাউকে মনোনয়ন দেওয়া হবে না। যারা বিতর্কের ঊর্ধ্বে আছেন, যাদের কোনও অপকর্মের রেকর্ড নেই, তাদের আমরা মনোনয়ন দেবো।’সেতুমন্ত্রী বলেন, ‘জনপ্রিয় ও গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়ার জন্য আমাদের বোর্ড বসবে।’

দলের নতুন কমিটিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৫ জন নতুন মুখ স্থান পেয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলের নবনির্বাচিত কমিটির সদস্যরা শনিবার সকাল ৯টায় দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি ৩ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। সেখানেই এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।’ এদিন সকাল ৭টায় নেতারা টুঙ্গিপাড়ার উদ্দেশে মিডিয়া সেন্টার থেকে বাসে রওনা দেবেন বলেও তিনি জানান।