জঙ্গি হামলার আশঙ্কা নেই পয়লা বৈশাখে- স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার : পয়লা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পয়লা বৈশাখে নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ অংশ নেন।
পয়লা বৈশাখে বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানের অনুষ্ঠান শেষ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন ভুভুজেলা বাজানো এবং মোটরসাইকেলে চালক ছাড়া কোনো আরোহী বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।