• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

জঙ্গি পেট্রোনাইসকারীদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে-আইজিপি


প্রকাশিত: ৫:৪৮ পিএম, ৩১ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩১ বার

gongi-Igp-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার  :  সিলেটের আতিয়া মহলে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানের সময় র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ যে বোমার আঘাতে আহত হয়েছিল, সেই বোমা মৌলভীবাজারের জঙ্গিরা নিক্ষেপ করেছিল। আতিয়া মহলে অভিযানের খবর পেয়ে মৌলভীবাজার জঙ্গি আস্তানা থেকে জঙ্গিরা সেখানে যায় এবং বাইরে থেকে হামলা চালায়।

এই জঙ্গি পেট্রোনাইসকারীদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে জানিয়েছেন আইজিপি। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে র‌্যাব সদর দফতরে শহীদ আবুল কালাম আজাদের জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক এ কথা বলেন।

আইজিপি বলেন, বোমা হামলার সূত্র ধরেই মূলত মৌলভীবাজারের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালানো হয়। যা এখনো চলছে। দেশে এতো জঙ্গি আস্তানা পাওয়া যাচ্ছে কিন্তু এর নেপথ্যে পৃষ্ঠপোষকতাকারীদের খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী, কেন? জানতে চাইলে আইজিপি বলেন, জঙ্গি মদদ দাতাদের খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। নেপথ্যে পেট্রোনাইসকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে র‌্যাবের গোয়েন্দা প্রধান শহীদ লে. কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ ও র‌্যাব-পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন।

জানাজায় বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক লোকের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অংশ নেন। বেলা সাড়ে ৪টার দিকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে আজাদের লাশ।

বেলা ৩টার দিকে র‌্যাবের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। আজাদের কফিনে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির পক্ষ থেকেও গার্ড অব অনার প্রদান করা হয়। বিভিন্ন সেক্টর প্রধানদের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বাদ জুম্মা সেনা নিবাসের মসজিদে প্রথম জানাজা সম্পন্ন হয়।